MyMoon কর্তৃক প্রদত্ত সিস্টেম্যাটিক তথ্য ও উপাত্ত কোনরূপ কুটিল উদ্দেশ্যে প্রদান করা হয়নি - তদুপরি আপনার ভাবনার বিষয়ে যেসকল তথ্য প্রদান করছেন তা কখনোই সার্ভারে সংরক্ষিত করা হয়না এবং ভবিষ্যতেও হবে না। সাধারণভাবে আপনার নিত্য জীবনপ্রবাহে জ্ঞান অর্জন, সূক্ষ ও সঠিক মনস্তাত্ত্বিক বিচার-বিশ্লেষণ সক্ষমতা লাভ তদুপরি সঠিক সাইকোলজিক্যাল দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে আপনার উন্নত-সুখী এবং সফল জীবনাদর্শ-জীবনাচরণ অর্জনের উদ্দ্যেশেই শুধুমাত্র সরবরাহ করা হয়েছে।
MyMoon হতে প্রাপ্ত তথ্যসমূহের ব্যবহার অথবা প্রদত্ত যেকোন তথ্যের উপর নির্ভর করার ফলে সংঘটিত যেকোন ধরনের বিপদ বা ক্ষয়ক্ষতির জন্য কোন পরিস্থিতিতেই MyMoon আপনার কাছে কোনরূপ দায়বদ্ধ থাকবে না; তথাপি MyMoon এর যাবতীয় সত্ত্বাধিকার সংরক্ষিত - যা অনুমতি ব্যতীত কোথাও কোনরূপ প্রকাশ অথবা ব্যবহার নিরুৎসাহিত করা হলো।
আপনার সুন্দর জীবনের জন্য শুভকামনা রইলো।